ক্লান্ত পথচারী
মাহফুজা আক্তার এম.এ.কে

কেউ একজন থাকুক
পুরো উপন্যাস পড়ে
সামারি শোনানোর জন্য!

কেউ একজন থাকুক
ব্যাস্তময় সময়ের মাঝে
হঠাৎ উঁকি দেয়ার জন্য!

কেউ একজন থাকুক
অব্যক্ত ভালোবাসার কথা
অনুভব করার জন্য!

কেউ একজন থাকুক
ভরা পূর্ণিমার রাতে
জেগে গল্প করার জন্য!

কেউ একজন থাকুক
ভীষণ ক্লান্ত পথচারীর
পথে সঙ্গ দেয়ার জন্য!

২৬-০৯-২৩ইং