তোমার মায়ার বেড়াজাল
মাহফুজা আক্তার এম.এ.কে
তোমার মায়ার বেড়াজাল থেকে
আমি আজও বের হতে পারিনি,
অথচ শত ইঙ্গিতে তোমায় জানিয়েছি
তবুও তোমায় একটুও বোঝাতে পারিনি!
তুমি কেমন বলতো এমন করে
অদমনীয় টান জাগিয়ে দিয়ে,
কোথায় হারালে কোন নির্জনে
কত সাধনা ছিল তোমায় নিয়ে!
১৯-০৪-২৪ইং