কিছু মুহূর্ত এমন হয়
মাহফুজা আক্তার এম.এ.কে

কিছু মুহূর্ত এমন হয়
চোখ বয়ে নদী হয়,
দীর্ঘশ্বাস ভারী হয়
তবুও মেনে নিতে হয়...!

বাকরূদ্ধ হয়ে থাকতে হয়
দম আটকে শ্বাস নিতে হয়,
নিরালায় বসত গড়তে হয়
জ্যান্ত লাশ রূপে চলতে হয়...!

কাউকে কিছু বলার থাকে না
বুকের পাঁজরে ক্ষত বেড়ে যায়,
আর নিশ্চুপ আক্ষেপের সাথে
নির্ঘুম প্রহর মুখরতা বাড়ায়...!

১২-০৬-২৪ইং