খয়েরী অশ্রু প্লাবনে ঝড়লো
মাহফুজা আক্তার এম.এ.কে
প্রায় দুই মাস চব্বিশ দিন পর
নয়নের নিধিতে পলক পড়লো,
তাই অন্তর্দেশে দুমড়ে মুচড়ে
খয়েরী অশ্রু প্লাবনে ঝড়লো ।
বক্ষ মাঝারের ঝড়ো হাওয়া
প্রায় কয়েক'শ কোটি বাড়লো,
এলোমেলো জ্বলোচ্ছ্বাসের ঢেউ
হৃদপিণ্ডে ঠাঁই নিয়ে সমুদ্র ছাড়লো।
১৮-১১-২১ইং