খাঁচার ভিতর পুষি
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি কোথায় পাবো তারে
খাঁচার ভিতর পুষি যারে,
পাড়ি দিবো ভিন গ্রহরাজে
যেথায় অচিন পাখি সাজে ।

আমি ছাড়তে পারি না তারে
অতলস্পর্শে লালন করি যারে,
ধরা দেয় না সে অদৃশ্যে থাকে
বেখেয়ালি হলে মৃদুস্বরে ডাকে ।

অচেতনে সজাগ রাখে আহারে
খাঁচার ভিতর পুষি যারে,
পিঞ্জিরায় তার আসা যাওয়া
ধরতে গেলে হয়ে যায় হাওয়া  ।

২৩-১০-২১ইং