কেনো সঙ্গ লাগবে?
মাহফুজা আক্তার এম.এ.কে

কেনো সঙ্গ লাগবে?
একা কি চলা যায় না?
কেনো মিথ্যা সান্তনা লাগবে?
যেখানে সত্যি কেউ সঙ্গী হয় না!

কেনো অন্যের উপর নির্ভরশীলতা?
কেউ প্রয়োজন ছাড়া প্রিয় হয় না!
দেখবে একা চলতে অভ্যস্ত হলে
আর কারো সঙ্গের দরকার হবে না!

চাঁদ একা পুরো ভুবনে আলো ছড়ায়
অথচ লক্ষ কোটি তারকা তা পারে না,
ওই সূর্য একাই দিবসে কিরণ দেয়
একা চলো বিশ্ব জয় করতে হবে!

০২-০১-২৪ইং