কেনো তোমায় হিয়া ভাবছে
মাহফুজা আক্তার এম.এ.কে

এই যে তোমার সাথে
কেনো এত দেখা হচ্ছে?
কেনোই বা তোমার সাথে
এত বেশি কথা হচ্ছে!

তুমি কী বলতে পারো?
কেনো হৃদয়ে স্পন্দন জাগছে,
কেনো এমন হচ্ছে বলতো
কেনো তোমায় হিয়া ভাবছে!

তোমার সাথে কথা বলতে
কেনো মন আরো বেশি চাচ্ছে,
তবে কী হৃদয়ে কিছু চলছে
নিয়তি কী অন্য কিছু বোঝাচ্ছে!

২২-০৪-২৪ইং