কামিনী ফুটেছে ডালে
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি এসো
এসো একলা প্রহরে
কভুও মন খারাপ হলে !

তুমি দেখো
দেখো পলকহীন ভাবে
কামিনী ফুটেছে ডালে !

তুমি শুনো
শুনো কান পেতে
হৃদস্পন্দন থেমে গেছে!

তুমি ডেকো
ডেকো আঁধার রাতে
যদিও চাঁদ ডুবে গেছে...!

১০-০৯-২৪ইং