বছর দু'য়েক হলো
মাহফুজা আক্তার এম.এ.কে

বছর দু'য়েক হলো
দিনটি ছিল শুক্রবার,
ঠিক ভোর বেলায়
প্রাণ ত্যাগ তোমার!

আধোআধো আলো
প্রভাতের রং ছড়ালো,
তোমার বিদায় শুনে
শতজন জড়ো হলো!

অশ্রুপাতে শোক সভা
ঠিক গগণে ঊষালগ্ন
ঝাঁকে ঝাঁকে পাখিরা
বিদায়ী বার্তা দিতে মগ্ন!

সভায় আগত অতিথিবৃন্দ
তোমায় বিদায় জানালো,
তুমি চলে গেলো চিরতরে
নিভিয় দিয়ে ভুবন আলো!

মাঝে মাঝে তোমার ছায়া
উঁকি দেয় বক্ষে লাগে ব্যাথা,
নিরবে নিরবে এ দহন বাড়ে
কাকেই বা বলবো এই কথা!

১১-০২-২৪ইং