যতটুকু অস্তিত্ব
মাহফুজা আক্তার এম.এ.কে


যতটুকু অস্তিত্ব আছে
এইটুকু হারাতে দিও না,
যদি কভু হারাতে দাও
মহাবিশ্ব খুঁজে ও পাবে না!

খুব বেশি যত্ন করতে হবে না
এক পলক তাকালেই হবে,
শুধু ঘন কুয়াশার মাঝে
এক টুকরো বৃষ্টি হলেই হবে!

০৯/০১/২৫ইং