জ্যোৎস্নার রোদে পুড়ে অঙ্গার
মাহফুজা আক্তার এম.এ.কে

আমিও চাইনা জ্যোৎস্নার রোদে
তোমার শরীর পুড়ে অঙ্গার হোক,
আমিও চাইনা সারারাত বৃষ্টিতে ভিজে
তোমার একশ চার ডিগ্রি জ্বর হোক...!

আমিও চাইনা জানালা খুলে সারানিশি
নিদ্রা বিসর্জন দিয়ে প্রতিক্ষায় থাকো,
আমিও চাইনা মাতাল করা পুষ্প ঘ্রাণে
তুমি নিঃশ্বাস বন্ধ করে আমায় ডাকো...!

আমিও চাইনা অভিমানের তীব্রতা
তোমায় এক আলোকবর্ষ দুরত্ব দিক,
আমিও চাইনা বেনামি চিঠির রাজ্য
তোমায় ভিতর থেকে নিপাত ঘোষণা দিক...!

৩১-০৫-২৪ইং