জ্যোৎস্নাময় জলের ফাঁদে
মাহফুজা আক্তার এম.এ.কে

তোমাকে আর বলতে
ইচ্ছে করে না যে,
তোমার জন্য হিয়া
কাতর হয়ে পড়েছে!

তোমাকে পাঠাই না চিঠি
অব্যক্ত ধ্বনিরা আবডালে,
জ্যোৎস্নাময় জলের ফাঁদে
নিস্তেজে নুয়ে পড়েছে!

তোমার ঠিকানা খুঁজিনা
আবেশ পাঠানোর তরে,
যে ঠিকানা বালুচরে
বিশাল ইমারত গড়েছে!

তোমাকে আর ডাকি না
যে ডাক অশ্রবণীয়,
আর গুঞ্জন হীনতায়
শূন্য গগণে বাঁধ গড়েছে!

২২-১২-২৩ইং