জোড়া শিউলি প্রতিক্ষারত
মাহফুজা আক্তার এম.এ.কে

কেনো তুমি এলে না?
হিম শীতল বিকেলে,
উজানের গাংচিল হয়ে
সমুদ্রের বুকে পাখা মেলে!

কেনো তুমি এলে না?
শিশিরে সিক্ত প্রভাতে,
জোড়া শিউলি প্রতিক্ষারত
ঠাঁই নিতে তোমার হাতে!

কেনো তুমি এলে না?
এই বিবশ হিয়ার ডাকে,
তোমার তৃষ্ণায় প্রতি প্রহরে
তোমাতে অধীর হয়ে থাকে!

১৬/১১/২৪ইং