জোনাকির শহরে
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ বাতায়নে
সহসা কড়া নাড়ে
নির্লিপ্ততার সুভাস,
জোনাকির শহরে
সারা প্রহর জুড়ে
বাকরুদ্ধতার চাষ...!

নিসর্গীয় স্বরধ্বনিতে
দূরত্বের প্রাচীর করে
সবিনয়ে দ্রোহের চাষ,
নিকষ কালো নিশিতে
সন্ন্যাসীর বেশে শিশির
দূর্বাঘাসে গড়ে নিবাস...!

২৭-০৮-২৪ইং