জোনাকির আলোয় শহর ঘুরাবো
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি এসো,এসো এই বৈশাখের শেষে
জোনাকির আলোয় শহর ঘুরাবো,
মাবুধীলতার নুয়ে পড়া দেখাবো
কাট গোলাপের মায়ায় জড়াবো...!

তুমি এসো ঠিক সন্ধ্যা নামার পরে
শুভ্র বেলীর ঘ্রাণে তোমায় মাতাবো,
জ্যোৎস্না মাখা স্নিগ্ধ এই রজনীতে
জারুলের বসন্তে প্রণয় বিলাবো...!

তুমি এসো , এসো কিন্তু একলা প্রহরে
তোমায় নিয়ে শেষ নক্ষত্র দেখবো,
পৃথিবী যখন নিঝুমে ঘুমিয়ে পড়বে
স্বপ্নীল ভুবনের আরাধোনা  করবো...!

০৯-০৫-২৪ইং