যম তরী
মাহফুজা আক্তার এম.এ.কে
ও প্রিয় নিপাত তোমাকে পেতেই
বিনয়ে আসন পেতে আছি বসে,
তুমি এসো খুব জলদি হেথায়
তোমার সুবাস নিবো শীধু রসে ।
ভেজা রাজ পথ ক্লান্ত ঘণ্টা
নিয়ন বায়ুর চলার সরণি,
আমাতে বিভেদ তৈরি করছে
তুমি করে নাও আমায় বন্ধনী ।
তোমাকে বরণ করার জন্য
বাতায়ন খুলে অর্চনা করি,
যেনো তুমি এসে যাও অচিরেই
তোমাতে ভীড়াতে পারি যম তরী ।
(মাত্রাবৃত্ত ৬+৬+৬+৬)
১৯-১০-২১ইং