জলপদ্মের সরোবর
মাহফুজা আক্তার এম.এ.কে
জলপদ্মের সরোবরে
আজ জাগিলো দ্রোহ,
কত কাল চলে গেলো
বিলীন হলো না মোহ...!
এতো দিন পূর্ণিমা ভেবে
ধূসরকে পাঁজরে জড়িয়ে,
কুয়াশায় মাতিয়ে প্রহর
জাগিলো নিদ্রা ভাঙ্গিয়ে...!
তাই জলপদ্ম নিনাদ তুলিয়া
নির্জনতার বিদ্রোহ ছড়িয়ে,
নীল সমুদ্রে যাত্রা শুরু করিয়া
অপূর্ণ মহাশূন্য গেলো মাড়িয়ে...!
২৬-০৬-২৪ইং