জলের শরীর
মাহফুজা আক্তার এম.এ.কে
পড়ন্ত বেলার পলকে
সূর্যের তির্যক প্রতিফলন,
লাগলো জলের শরীরে
অন্তরে তাইতো আলোড়ন ।
জলের গুঞ্জন লগ্নকাল
উদ্ভাসিত হলো আনমনে,
শীতের প্রথম স্পর্শ
জাগলো নৈসর্গিক বনে ।
মাতাল হাওয়া উদ্যমী
আসতে জলের অলিন্দে,
তাইতো কলরবের প্রতিধ্বনি
গাইতে লাগলো ছন্দেছন্দে ।
০৫/১১/২০ইং