যদি তুমি আসতে
মাহফুজা আক্তার এম.এ.কে

যদি তুমি আসতে
চাঁদহীন আকাশটা
লাগতো মনোরম,
যদি তুমি আসতে
এই রজনী হতো
স্নিগ্ধ মোহনার নীড়...!

যদি তুমি আসতে
হতো না বৃষ্টি ওই
গগণে বুক ফেঁটে,
যদি তুমি আসতে
ক্লান্ত আঁখি যুগল
সমুদ্রে পেতো তীর...!

২৭-০৫-২৪ইং