যদি পেতাম!
মাহফুজা আক্তার এম.এ.কে

হায়! যদি  যেতে পারতাম
ওই দু'টো বাগানের ভিতরে,
যার শাখা পল্লবে ভরপুর
যেথা প্রবাহমান ঝর্ণা ঝরে ।

আর সেথায় রয়েছে সুধা
যেন পদ্মরাগ ও প্রবাল,
হায়!  ইহা যদি পেতাম
উত্তম প্রতিদানে সুবিশাল ।

ঘন সবুজ ওই না বাগানে
পেতাম ডালিম ও খেজুর,
অবিরাম ঝর্ণাধারার মাঝে
পেতাম পরম সমারোহ প্রচুর ।
২৩-০৯-২১ইং