জীর্ণতায় মাতাবো দহন
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি ধীরে ধীরে!
আলতো ভাবে প্রস্ফুটিত হও
আর আমি ব্যাকুলতায়
আঁখির নেশা জাগাবো শতগুন,
তুমি ধীরে ধীরে!
সসীমে সৌরভ বিলাতে মগ্ন হও
আর আমি অধীর হয়ে
তোমার পানে অপলকে গাইবো গুণাগুণ !

তুমি ধীরে ধীরে!
মৃদুল ছন্দে হিয়া করবে বিচরণ
আর আমি মাতাল বায়ুতে
উন্মাদ হয়ে করবো পর্যবেক্ষণ,
তুমি ধীরে ধীরে!
হৃদয় মাড়িয়ে চলবে হয়ে অচীন
আর আমি ক্যাকটাস হয়ে
পথের ধারে জীর্ণতায় মাতাবো দহন!

২৪-০৯-২২ইং