ঝটিকা
মাহফুজা আক্তার এম.এ.কে
কিছু আলাপন ভাসে চোখে
ফেরারির রূপ নিয়ে,
বৈশাখী বাতাসের ঝটিকা
যায় যে সংকেত দিয়ে ।
শিলা বৃষ্টির আভাস দেয়
তান্ডব গড়িয়ে দিতে,
মহীয়ান তাপমাত্রার লীলা
যতনে ভিজিয়ে নিতে ।
এযে মহাপ্রলয়ের ডাক
কেমন করিয়া সইবে,
মাঝ পাথারে অথৈ নৌযান
আর্তি চেপে শান্ত রইবে ।
২৮-০৪-২১ইং
(অক্ষরবৃত্ত ১০+৮)