ঝর্ণার জল
মাহফুজা আক্তার এম.এ.কে

চাই তবে ভিন্ন রুপ এক হানা দিয়ে,
মনে তবে আশা দীপ জ্বলে মোমে সয়ে ।।
নিশি তো নিকষ কালো স্মৃতি জাগে শোক,
জ্যোতি তো নয়ন আলো মুছে বাঁকা রোক...!

শান্ত যেনো মুখে বুলি ফোঁটে ঝরো রোদে,
গ্লানি যেনো মেঘে ঢাকা হাসি নাহি শোধে ।।
মুক্ত আজ পক্ষী জাতি অজ্ঞ ডানা মেলা,
যুক্ত আজ অনু মায়া উড়ে ততো ভেলা...!

হিয়া কতো পোড়ে গুপ্তে হেলা কেনো সাজে,
মন্ত্র কতো জপে তাপে বাঁশি শতো বাঁজে  ।।
ধোঁয়া আসে লুপ্ত থেকে চুপি পড়ে ধুম,
বিনা আসে বোনা মেখে চোখে দেখা ঘুম...!

আজ হবেই হরণ বেগে বহে সাড়া,
কি হবে ধূলো চরণ তলে মাড়ে তাড়া  ।।
লগ্ন যদি ঘুরে ফেরে কিবা দিবে ফল,
তাই যদি মেনে বসে ঝর্ণা পাবে জল...!

অক্ষরবৃত্ত_ছন্দ_৮+6

05-08-20