ঝিঁঝিঁর শব্দ শোনাবো
মাহফুজা আক্তার এম.এ.কে

অস্তরাগের শীতল বাতাস হয়ে
তুমি এসে যাও আমাতে জলদি,
আমি পলকহীন ভাবে রয়েছি
তোমায় একবার দেখিবো বলে...!

তোমার জন্য পথ চেয়ে আছি
এই পূর্ণগ্রাসের সূর্যগ্রহণ প্রহরে,
যখন পাখি ডাকাডাকি করে না
তবুও এসো ঝিঁঝিঁর শব্দ শোনাবো...!

তুমি বরং এসো তমসা রজনীতে
অন্তরচক্ষু দিয়ে তোমায় দেখিবো,
আর তোমার হাতে হাত রেখে ওই
দূর সীমায় ধ্রুব তারা কে খুঁজবো...!

১৬-০৫-২৪ইং