জাগ্রত কণ্ঠে আপোষ নেই
মাহফুজা আক্তার এম.এ.কে
কিসের আপোষ
কিসের আলোচনা
মানি না মানি না,
রক্তের বিনিময়ে
শুধুই রক্ত হবে
অন্য কিছু চাই না...!
শুধু কোটা সংস্কার নয়
পুরো দেশের সংস্কার চাই
বুলেটের সাথে আপোষ নেই,
এতো রক্তের বন্যা বইছে
শুধু কী আলোচনার জন্য
জাগ্রত কণ্ঠে আপোষ নেই...!
১৮-০৭-২৪ইং