পলাশ দেখার নেশা
মাহফুজা আক্তার এম.এ.কে

যতদিন এই প্রাণবায়ু চলবে
ততদিন এই পিয়াসা থাকবে,
ঊষাকালে পলাশ দেখার নেশা
মম সমস্ত অন্তর পুরে জাগবে ।

প্রতিকূলতা ঠাঁই পাবে না কভু
এই প্রগাঢ় নেশায় বাঁধা দিতে,
যতই ঝটিকা ইঙ্গিত বার্তা দিক
তবু পলাশের ঘ্রাণ যাবোই নিতে।

০৩-০৩-২২ইং