অব্যক্ত বাণী
মাহফুজা আক্তার এম.এ.কে
অব্যক্ত বাণী গুলো
মুখ থুবড়ে পড়লো ,
খোলা আকাশের নিচে
শ্বাসরুদ্ধ হয়ে বাঁচে!
অব্যক্ত বাণী গুলো
চরণ লুটিয়ে পড়লো,
পাহাড় স্তুপ সমান
সমাধিতে হবে সম্মান!
অব্যক্ত বাণী গুলো
দিবা নিশি জাগলো,
জাগিয়া হইয়া ক্লান্ত
সমুদ্রে ডুব দিলো দুরন্ত!
অব্যক্ত বাণী গুলো
মেঘের রুপ নিলো,
মাঝে মাঝে সেই রুপে
বৃষ্টি হয়ে ঝরে অপরূপে!
20-02-24