অবশেষে বিদায়
মাহফুজা আক্তার এম.এ.কে

অবশেষে নিলাম বিদায়
নীরবতার সারথিতে চড়ে,
চলন্ত ট্রেনের গতির সাথে
ডুবন্ত সূর্যের গাঢ় সাদরে !

অবশেষে নিলাম বিদায়
ঘন কালো মেঘের নিলয়ে,
ফেরারি নাবিকের ছদ্মবেশে
আবদ্ধ ঘরে নিঃশ্বাস উড়িয়ে !

০৯-০৩-২২ইং