ঝিরিঝিরি বৃষ্টিতে
মাহফুজা আক্তার এম.এ.কে

শ্রাবণের বারি ধারায়
কেনো এলে তুমি !
ঝিরিঝিরি বৃষ্টিতে
কেনো ঝরলে তুমি !

ভিজে গেলো হাজার বেলী
ভিজে গেলো উদাসী মন,
অদৃশ্য মায়ার শিহরণে
শতদলে লাগলো পবন...!

০১-০৮-২৪ইং