আজ লিখলাম চিঠি
মাহফুজা আক্তার এম.এ.কে
ওই গগণের পাঁজরে
আজ লিখলাম চিঠি,
তাই দেখে পুষ্প পরাগ
হেসে উঠলো মিটিমিটি !
ওই উত্তাল জ্বলোচ্ছ্বাস
মানে না কোনো রীতি,
তাই অশান্ত গিটারে
বাজলো করুণ গীতি !
চিঠির খাম নিষিক্ত
জমা সম্বেদনের সাথে,
ও'গো মেঘ উত্তর দিও
কোনো এক বর্ষণ রাতে!
২০-০১-২২ইং