হৃদপিণ্ড লাগছে খুব ভারী
মাহফুজা আক্তার এম.এ.কে
কেনো রে আজ তোরি জন্য
হৃদপিণ্ড লাগছে খুব ভারী ,
কেনো রে তুই নিশ্চুপ হইলি
আমার সাথে দিলি আড়ি..!
তোরি জন্য ব্যাকুলতা বাড়ছে
অথচ তুই কোনো হইলি নিথর,
তুই তো জানিস তোরি জন্যই
হৃদয় আমায় হয়েছে বালুচর..!
২৯-০৩-২৪ইং