হৃদপিণ্ডের স্পন্দন
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি আমার হৃদপিণ্ডের
গোপন অনুভব,
সারাবেলা তোমার জন্য
হিয়ায় জাগে কলরব...!

তুমি আমার হৃদপিণ্ডের
গাঢ় আবেশের ব্যাকুলতা,
তোমার ভাবনায় ডুবে গিয়ে
অবুঝ মননে জাগে রূপকথা ...!

তুমি আমার হৃদপিণ্ডের
দক্ষিণা পবনের স্নিগ্ধ শিহরণ,
তুমিহীন এক প্রহর অথৈ সমুদ্র
তুমিই আমার হৃদপিণ্ডের স্পন্দন...!

০৯-০৬-২৪ইং