হৃদপিণ্ডের অলিন্দে
মাহফুজা আক্তার এম.এ.কে

জানি তুমি এই শহরেই আছো
হয়তো কোনো এক প্রান্তরে,
নয়তো সমস্ত শহর জুড়েই
নতুবা আমার হৃদপিণ্ডের অলিন্দে!

আর তোমাকে ভুলতে গিয়ে
আমার স্মৃতিই হারিয়ে ফেলেছি,
অথচ সবাইকে ভুলে গেলাম
তোমাকে তো ভুলতে পারলাম না!

২২-০৪-২৪ইং