হৃদয়ের পরশ
মাহফুজা আক্তার এম.এ.কে

এই ত্রি-ভুবনে না হয়
তোমাকে জিতিয়ে দিলাম,
তোমার ইচ্ছা গুলোকে
স্বেচ্ছায় মেনে নিলাম...!

তোমাকে না হয়
তোমার মত থাকতে দিলাম,
তোমায় মুক্ত গগণে
পাখির মত উড়তে দিলাম...!

হৃদয়ের পরশ তোমার জন্য
পাথর হয়ে জমতে দিলাম,
তোমায় না হয় দূর থেকে
অবিরাম ভালবেসে গেলাম...!

ঝলমলে আলোর শুভেচ্ছায়
তোমায় ভালো থাকতে দিলাম,
আমি না হয় আঁধার নিয়ে
চিরতরে হারিয়ে গেলাম...!

০৪-০৬-২৪ইং