কতদিন হয়
মাহফুজা আক্তার এম.এ.কে

কতদিন হয়
তোমাকে শুনি না,
কতদিন হয়
তোমার চোখে চোখ রাখি না...!

কতদিন হয়
নরম শিশিরে,
তোমায় পায়ের
আলতো ছোঁয়া পড়ে না..!

কতদিন হয়
উদাস দুপুরে,
তোমার পাশে বসে
বিশ্রাম নেওয়া হয় না..!

কতদিন হয়
পূর্ণিমার রাতে,
তোমার সাথে
গল্প করা হয় না..!

কতদিন হয়
গোধূলির আবির মাখি না,
কতদিন হয়
বৃষ্টি বিলাস করি না...!

২৭-০১-২৪ইং