হিয়ার তৃপ্তি
মাহফুজা আক্তার এম.এ.কে

সবুজ বনের ওই মেঠোপথে
শিহরণ তোলে শীতল হাওয়া,
চোখের পলকে হিয়ার তৃপ্তি
বিধাতার দান পরম পাওয়া !

প্রকৃতির রূপ শ্যামলের মাঝে
আনে অপূর্ব পিয়াসার বশ,
এমন রূপের মোহ আলোড়ন
অবিরত করে হৃদয় অবশ !

(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৬৬৬৬)
১৬-০৮-২২ইং