হিয়ার স্পন্দন
মাহফুজা আক্তার এম.এ.কে

এই যে নিরালোকে হারালাম
বায়ুমণ্ডলহীন চাঁদে পাড়ি দিলাম,
ধরণী শুনতে পাবে না কভু গর্জন !

এই যে তোমায় নিশ্চুপে ভালবাসলাম
কাছে থেকেও তোমার অজানায় রাখলাম
কভুও কী তুমি টের পাও হিয়ার স্পন্দন!

৩০/১২/২৪ইং