হিম ঝড়ের প্লাবন
মাহফুজা আক্তার এম.এ.কে
তুমি আমার কল্পরাজ্যে
এক হিম ঝড়ের প্লাবন,
তোমায় শত জনম দেখেও
তৃষ্ণারা করবে না বারণ...!
ঠিক যেমন আকাশটা দূরে
জেনেও মুগ্ধতা নিয়ে তাকাই,
অধরা চাঁদের জ্যোৎস্নার ঝর্ণায়
তবুও পাহাড় ভেজাতে চাই...!
এই অভিলাষ হয়তো ধ্রুপদী
নয়তো স্বর্গীর পক্ষীর মত রঙ্গিন,
বিধাতার সৃজনে মোহিত শ্রাবণ
তবুও হয় না যেনো কভু মলিন...!
২৭-০৭-২৪ইং