হেরিনু কত দেউল
মাহফুজা আক্তার এম.এ.কে

ডেকে ডেকে হয়রান হয়েছি
তবুও শোনেনি কেউ,
ঠন ঠন ধ্বনির মাধুর্যে
অতলে তুলেছি ঢেউ ।

নোঙ্গর ফেলে ঘাটের ঘাটে
হেরিনু কত দেউল,
তরী ভীড়ানোর মনোরথে
পেলাম না খুজে কূল ।

(অষ্টাপদী অক্ষরবৃত্ত ১০+৮)
১৫-১০-২১ইং