স্বর্গীয় প্রেম
মাহফুজা অক্তার এম.এ.কে

জানো তোমার দিকে তাকালেই
আমি স্বর্গীয় প্রেম খুঁজে পাই,
এ প্রেম যেনো প্রভু তোমার তরে
সৃষ্টি করেছে এই শুধু বলতে চাই ।

তোমার ওই অধর পল্লব আমায়
ব্যাকুল করে দেয় নিজের অজান্তে,
আমি বার বার ওই অধর কোণে
চেয়ে কাটাতে চাই প্রহর যুগ যুগান্তে ।

শোনো ও সুহৃদ এবার কাছে এসো
আর দিওনা ওই দুর্গমের অযুহাত,
এসো তবে চাইলেই আসতে পারো
দু'জনায় কাঁটাবো ভরা পূর্ণিমার রাত ।

০৬-১০-২১ইং