হিয়া বাঁধবো
মাহফুজা আক্তার এম.এ.কে

যেখানে দেখি পুষ্প কলি
সেখানে বাহু মেলিয়া ঢলি,
পুষ্পে রেখে নয়ন মণি
অচীন পুরে যাই যে গলি !

পুষ্প এর পরশ মেখে
নিরুদ্দেশ হই বিভরে,
এমন যদি পাইতে থাকি
হিয়া বাঁধবো জনম ধরে !

(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৫৫৫৫)
২৭-০৩-২২ইং