হে দূর্বাঘাস
মাহফুজা আক্তার এম.এ.কে

গহীন অরণ্যের সীমান্তে
দাঁড়িয়ে আছি একান্তে,
হে দূর্বাঘাস শোনো কথা
আর দিওনা মাল্য ব্যাথা ।

তুমি ছুঁয়ে দাও এ হৃদয়
যদি রবিকর হয় উদয়,
তবেই না এই রশ্মিজাল
ছড়িয়ে পড়বে ঊষাকাল ।

সহসা প্রমদে ফুটবে হাসি
আসবে বিরাম রাশি রাশি,
তবেই এই বেলা এই প্রহরে
জোনাকিরা জ্বলবে শহরে  ।

০৯-০৫-২১ইং