হাইকু কবিতা
মাহফুজা আক্তার এম.এ.কে
মৌন প্রহরে
মুখরিত সংলাপ,
নিরবে ঝরে!
মন পবনে
উদাসীন পরশ,
নিবাস গড়ে!
নিঝুম রাতে
রজনীগন্ধা ঘ্রাণে,
মোহিত করে!
নক্ষত্রহীন
পুষ্পের সমাবেশে,
আবেশ ঝরে!
অজানা বাগে
প্রবাল মহাদেশ,
হিয়ার তরে!
২৪-০৩-২৫ইং