হাইকু কবিতা
মাহফুজা আক্তার এম.এ.কে
(1)
প্রাণের বাগে,
মধুর স্মৃতি কথা,
মনেই পড়ে ।
(2)
হলাম আমি,
পরবাসী আজ যে,
ঘাসের ঘরে ।
(3)
কথার মালা,
কথা দিয়েই সাজা,
মনের ঘরে ।
(4)
দ্বীপ নিভেছে,
আলোহীন আঁখির,
চন্দন ঝরে ।
(5)
মিনতি করি,
যেওনা আর দূরে,
দু,হাত ভরে ।
11-09-20