ধূসরস্বপ্ন
মাহফুজা আক্তার এম.এ.কে

তোর প্রতিক্ষায় প্রান্ত পথে চেয়ে থাকি,
তুই এসে চলে যাস তবুও চেয়ে থাকি,
অজানা রুপে চিওে অবস্থান করলি,
শিশির বিন্দু স্পর্শ দিয়ে তুই চলে গেলি  ।।

কেনো আনমনা স্বরে নির্বাক করে দিলে,
কেনো বর্ষা দিয়ে অস্পষ্টতা জাগালে,
কেনো বৃহৎ কম্পন সৃষ্টি করে,
কেনো গেলি বিনাশ করে??

তিমির রজনী আজ কাতার করে,
সুধা আজ চির তন্দ্রালু ভান করে,
শেষকৃত্য আজ তোর প্রতিক্ষায়,
গণ্য হবে আজ মৃদু ছিন্নমূলতায়  ।।

19@01@19