মুগ্ধতা
মাহফুজা আক্তার এম.এ.কে
ঐ সবুজে শ্রাদ্ধীয় হচ্ছে,
দৃঢ় সিক্ত তারিফ ঝরছে,
এ যে ক্লান্তির মুগ্ধতা,
এ যে তিক্ততার সাধুতা ...!!
ঐ নীলে প্লাবন হচ্ছে,
ভাঙ্গা ঢেউ হয়ে ঝরছে,
লুপ্ত এক কোমল হাসি,
দিয়ে যায় পর নিবাসী ...!!
ঐ সমুদ্রে উত্তাল হচ্ছে,
সফেদ হয়ে আলো জ্বলছে,
তীরে এক মাঝি বসে,
হাত বাড়ায় মগ্ন বেশে ...!!
ঐ মাঠে রাগিণী হচ্ছে,
রূপ কথা হয়ে ঝরছে,
মেষ শাবক দিচ্ছে টানা,
সময় যে করছে হানা ...!!
29*11*19