শব্দের উপহার
মাহফুজা আক্তার এম.এ.কে

শব্দ দ্বারা উপহার
বেশ দারুণ লাগে,
যেনো নবীন রূপে
স্পন্দন গুমরে জাগে ।

শব্দের ঝংকার
যখন বাজতে থাকে,
তখন অন্তর্দেশ
নীরবে ধর্মঘট ডাকে ।

শব্দের গাঁথা মালা
অবিনশ্বরে ঠাঁই গড়ে,
যেনো প্রতিপাদক স্থানে
বসত গড়ে চিরতরে ।

৩০-১০-২১ইং