সবুজ পাপড়ি
মাহফুজা আক্তার এম.এ.কে
সবুজ পাপড়ি ক'দিন পরেই
তুমি তো খয়েরী রং মেখে নাও,
তোমার মতোই এই ধরাধামে
সব নির্বাহ হঠাৎ উধাও ।
যখন তুমিই নবমুকুলিত
সে সময় তুমি ভুলে যাও সব,
তোমাকে খয়েরী রং মনে করে
কখন থামাবে তব কলরব ।
(অষ্টপদী মাত্রাবৃত্ত ৬+৬+৬+৬)
০৫-১১-২১ইং