বনপথ
মাহফুজা আক্তার এম.এ.কে

বন পথ ঘুরে ঘুরে
দগ্ধ পাপড়ি ছূঁয়ে দেখে,
এলো মেলো শব্দ ঋণে
যাই দূরে টান রেখে ।

কম্পিত অম্বুধি হয়ে
হেলেদুলে গা ভাসিয়ে,
ভূতলে রণিত রূপে
যাই গম্ভীরে হারিয়ে  ।

(অক্ষরবৃত্ত ৮ মাত্রা অষ্টাপদী)

০৭-০৩-২১ইং