ফিরে এসে তোমায় পাবো না
মাহফুজা আক্তার এম.এ.কে

এই যে সীমান্ত পাড়ির যাত্রায়
তোমায় রেখে চলে আসলাম,
আর ফিরে এসে তোমায় পাবো
এই বিশ্বাস তোমাতে রাখলাম!

এই যাত্রা স্বেচ্ছায় গ্রহণ করিনি
পারিপার্শ্বিকতা বেঁধে দিয়েছে,
তবে এই যাত্রা তোমার বাসনা
তাইতো হাসি মুখে যাই গেয়ে !

যদি জানতাম যাত্রা শেষ করে
ফিরে এসে তোমায় পাবো না,
তবে তোমার সাধেরও বাসনা
আমরণ বিন্দু পূরণ করতাম না!

১৭-০১-২৪ইং